হালদা নদীর রাউজান অংশ থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আজিমের ঘাট এলাকায় নদীর পাহারাদার মো. রওশনগীর আলম অর্ধগলিত অবস্থায় মাছটি উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে মাছটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ফাহিম বলেন, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির বয়স ছিল আনুমানিক ১১-১২ বছর। মাছটির দেহে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অর্ধেকের বেশি পচে যাওয়ায় অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে এটি একটি পুরুষ মাছ বলে ধারণা করা হচ্ছে। বার্ধক্যজনিত কারণে এর মৃত্যু হতে পারে। সুরতহাল শেষে স্থানীয়দের সহায়তায় মৃত মাছটি মাটিচাপা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/নাজমুল