চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রাইভেট কারে করে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি হওয়া গরুর মালিক মৃদুল নন্দী জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ির পাশে গরুকে বেঁধে আসেন। দুপুর ১২টা পর্যন্তও গরুটি সেখানে খুঁটিতে বাঁধা ছিলো। পরে দুপুর ২টার দিকে এক স্কুল শিক্ষার্থী জানায় একটি গরুকে প্রাইভেট কারে করে নিতে দেখেছে। পরে গরু বাঁধার স্থানে গিয়ে দেখেন গরুটি সেখানে আর নেই।
জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রাইভেটকারে করে গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।’
বিডি প্রতিদিন/এএম