দীর্ঘ দুই বছর পর গাজা যুদ্ধের প্রেক্ষাপটে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলো ইসরায়েল। অন্যদিকে, মিশর মানবিক কারণে গাজায় পাঠাচ্ছে ভারী উদ্ধার সরঞ্জাম।
গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে জারি হওয়া জরুরি অবস্থা অবশেষে তুলে নেওয়া হলো। দুই বছর আগে সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণের পর এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল।
ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দক্ষিণাঞ্চলে কোনো তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই। আর সে কারণেই জরুরি অবস্থা সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
টাইমস অব ইসরায়েলের সূত্রে খবর, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় বহু ইসরায়েলি নিহত হন এবং দুই শতাধিককে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।
অন্যদিকে, গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ উদ্ধারের জন্য মিশর ভারী সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়েছে। কায়রো বলছে, আন্তর্জাতিক আহ্বান এবং মানবিক বিবেচনাকে প্রাধান্য দিয়েই তারা এই উদ্ধার সরঞ্জাম সরবরাহ করছে।
এদিকে, ৭ অক্টোবর হামাসের হাতে বন্দি হওয়া ইসরায়েলি জিম্মি ইয়োসি শারাবির মরদেহ সম্প্রতি গাজা থেকে উদ্ধার করা হয়েছে। তার দেহাবশেষ ইসরায়েলের কিবুতজ বেয়ারিতে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল