নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন হবে না। এ জন্য আমাদের একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে। সোমবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে তারেক জিয়ার হাত কে শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো. সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ ,যুগ্ন আহব্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া ,বিএনপি নেতা এডভোকেট আবদুর রহমান,শহীদুল ইসলাম কিরণ , বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক কামাক্ষা চন্দ্র দাস,জেলা যুব দলোর সভাপতি মনজুরুল আজিম সুমন ওসাধারন সম্পাদক নুরুল আমিন খান,শাহ জাপরুল্লাহ রাসেল,সহ বিএনপি ও যুব দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে এক শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
বিডি প্রতিদিন/ নাজমুল