৯২ বছর বয়সে অষ্টমবারের জন্য ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পল বিয়া। এর মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘমেয়াদি এবং সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধানের তকমা পেলেন তিনি। ১৯৮২ সালে ক্যামেরুনের ক্ষমতায় আসেন পল বিয়া। গত ৪৩ বছর ধরে শক্তিশালীভাবে দেশটির ক্ষমতা ধরে রেখেছেন তিনি।
১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সোমবার ঘোষণা করা হয়।। এদিন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে পল বিয়ার নাম ঘোষণা করে দেশটির সাংবিধানিক কাউন্সিল। ২০০৮ সালে প্রেসিডেন্টের মেয়াদের সীমা তুলে দেওয়ার পর তিনি আর কোনও সীমাবদ্ধতার মুখোমুখি হননি।
সাংবিধানিক কাউন্সিলের সভাপতি ক্লেমেন্ট আতাঙ্গানা বলেন, প্রার্থী পল বিয়াকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো।
এ বছর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসা চিরোমা বাকারি। তিনি পল বিয়ার সরকারের একজন মুখপাত্র ছিলেন। এ বছরের শুরুতে বিয়ার সঙ্গে মতবিরোধের কারণে দল ছেড়ে দেন। নির্বাচনে পলের বিপক্ষে প্রচারাভিযান চালান, যা বড় জনসমাগম এবং বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলোর সমর্থন পায়।
এদিকে, ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগে রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছে। রবিবার দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর দুয়ালায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই চিরোমা দাবি করেন যে, তিনি ৫৪.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সূত্র: সিএনএন, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ