বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড শোভাযাত্রা পায়রা চত্বরে এসে জড়ো হয়। এরপর সেখান এক সমাবেশের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন আলম। বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল বাশার বাশি, সুজন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
বিডি প্রতিদিন/এএম