ভারতের ওয়ানডে দলের সহ–অধিনায়ক শ্রেয়াস আইয়ার বর্তমানে সিডনির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে পাওয়া পাঁজরের চোটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
শনিবারের ম্যাচে অ্যালেক্স কেয়ারিকে আউট করতে ব্যাকওয়ার্ড পয়েন্টে ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ ধরেন আইয়ার। সেই সময়েই তার বাঁ পাশের পাঁজরে আঘাত লাগে। প্রথমে বিষয়টি গুরুতর মনে না হলেও, ড্রেসিংরুমে ফেরার পর ব্যথা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানান, “কয়েক দিন ধরে আইসিইউতে রয়েছেন শ্রেয়াস আইয়ার। রিপোর্টে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে অন্তত দুই থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। তার সেরে ওঠার গতির ওপর নির্ভর করবে সময়কাল।”
বিসিসিআইয়ের চিকিৎসক ও ফিজিও টিম তাৎক্ষণিক পদক্ষেপ নেয় যখন আইয়ারের অবস্থা ড্রেসিংরুমে খারাপ হতে শুরু করে। সূত্র জানায়, চিকিৎসকরা কোনো ঝুঁকি নেননি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে চিকিৎসকরা বলছেন, “অভ্যন্তরীণ রক্তক্ষরণ থাকায় বিষয়টি প্রাণঘাতী হতে পারত।”
৩০ বছর বয়সী এই ব্যাটারকে অন্তত এক সপ্তাহ হাসপাতালে রাখতে হতে পারে, এরপর চিকিৎসকের ছাড়পত্র পেলে তিনি ভারতে ফিরবেন। আইয়ার বর্তমানে ভারতের টি–টোয়েন্টি দলে নেই।
বিডি প্রতিদিন/আশিক