প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষার্থীসহ রোভার স্কাউট গ্রুপের চারজন ‘গার্ল ইন রোভার’ ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় কোটালিপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে তারা যাত্রা শুরু করেন। গন্তব্য পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। যাত্রাপথে তারা উজিরপুর, বরিশাল, বরগুনা ও আমতলী হয়ে পটুয়াখালীর পায়রায় পৌঁছাবেন।
গার্ল ইন রোভারদের মধ্যে রয়েছেন- গোবিপ্রবির ২০২১–২২ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিহা এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামিমা আক্তার। অপর দুই শিক্ষার্থী হলেন- কোটালিপাড়া আদর্শ সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিলুফা সিকদার ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কলি আক্তার।
১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শেষে একটি বিশেষ ব্যাজ অর্জন করা হবে। প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে মোট ছয়টি পারদর্শিতা ব্যাজের মধ্যে এটি একটি—‘পরিভ্রমণ ব্যাজ’।
পরিভ্রমণের সময় তারা যাত্রাপথের বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান, কৃষি, সংস্কৃতি ও আর্থ–সামাজিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেয়েদের টিটেনাস টিকা (টিটি টিকা) বিষয়ে সচেতনতা ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়েও কাজ করবেন।
গার্ল ইন রোভার ফারিহা বলেন, পরিভ্রমণ এমন একটি পদযাত্রা, যা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। এটি আমাদের শেখায়—সব বাধা–বিপত্তি অতিক্রম করে লক্ষ্য অর্জন সম্ভব। পাশাপাশি আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের ভ্রান্ত ধারণা পরিবর্তন করে একটি সুস্থ, সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি।
বিডি-প্রতিদিন/মাইনুল