নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাবের আয়োজনে ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ চ্যালেঞ্জ (আইএমআরসি-২০২৫) প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। এছাড়া মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫৪ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মার্কেট রিসার্চ, তথ্য বিশ্লেষণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা দেখিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, শিক্ষার্থীরা এখনো আর্থিক তথ্য বিশ্লেষণে পারদর্শী নয়। তথ্যের ওঠানামা ও ধরণ না বুঝলে ভবিষ্যৎ অনুমান সম্ভব নয়। তাই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভার্চুয়াল ট্রেডিং ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বাস্তব আর্থিক বিশ্লেষণে দক্ষ হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন ড. একেএম ওয়ারেসুল করিম, অধ্যাপক সৈয়দ আসিফ হোসেন ও ইস্টার্ন ব্যাংক পিএলসির অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শারমিন আতিক।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইন্সটিটিউটের শিক্ষার্থী আদনান হাবিব শোভন, প্রথম রানার্স আপ হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ জেডান এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাহেদুজ্জামান।
বিডি প্রতিদিন/এমআই