মহারণে আবারও প্রমাণ করলেন জুড বেলিংহাম; মঞ্চ যত বড়, তার পারফরম্যান্সও তত উজ্জ্বল। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে এই ইংলিশ মিডফিল্ডারের দুর্দান্ত নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়েছে।
রিয়ালের জয়ে জোড়া ভূমিকায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও বেলিংহাম। ম্যাচের ২২ মিনিটে বেলিংহামের নিখুঁত পাস থেকে গোল করেন এমবাপ্পে। যদিও ৩৮ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতা ফেরায় কাতালানরা। তবে বার্সার আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৪৩ মিনিটে এদের মিলিতাওয়ের পাস থেকে দুর্দান্ত ফিনিশে গোল করে বেলিংহাম দলকে ফের এগিয়ে দেন ২-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। কিন্তু রিয়ালের রক্ষণভাগ দৃঢ়তায় ভর করে ম্যাচের শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখে।
এই জয়ে ১০ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ২৭। লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল জাবি আলোনসোর শিষ্যরা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বার্সেলোনা।
রিয়াল ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছে বেলিংহামের পূর্ণ নাম জুড ভিক্টর উইলিয়াম বেলিংহাম। নামের ‘ভিক্টর’ অর্থই ‘বিজেতা’, আর বার্নাব্যুর রাতেও সেই অর্থ যেন পুরোপুরি মিলে গেল।
রিয়ালের পাঁড় সমর্থক, টেনিস তারকা কার্লোস আলকারাজ ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন রিয়াল ২-১ গোলে জিতবে, গোল করবেন এমবাপ্পে আর বেলিংহাম। অদ্ভুতভাবে সেটিই সত্যি হলো।
বিডি প্রতিদিন/নাজমুল