টানা তিন ম্যাচে জয়ের উচ্ছ্বাসে ভাসছে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু দলের কোচ হুবেন অ্যামুরি জানেন ফুটবলে পরিস্থিতি বদলাতে সময় লাগে না। তাই ব্রাইটনের বিপক্ষে দুর্দান্ত জয়েও তিনি সতর্ক থাকার বার্তা দিয়েছেন খেলোয়াড়দের।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৪-২ গোলে হারিয়েছে ইউনাইটেড। এর আগে সান্ডারল্যান্ড ও লিভারপুলের বিপক্ষেও জয় পেয়েছিল অ্যামুরির দল। নয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে আপাতত লিগ টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে তারা।
তবে এই সাফল্য যেন দলকে আত্মতুষ্ট না করে এটাই এখন অ্যামুরির মূল বার্তা। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আগামী শনিবারের ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে অ্যামুরি বলেন, “দলের মধ্যে এখন ভিন্ন একটা আবহ তৈরি হয়েছে, সেটা সবাই অনুভব করছে। আমরা এখন যেকোনো পরিস্থিতি সামলাতে পারি, আর এটাই ভালো দলের পরিচয়। তবে তিন সপ্তাহ আগে আমরা অন্য অবস্থায় ছিলাম, তাই পরের তিন সপ্তাহেও অনেক কিছু বদলে যেতে পারে। উপভোগ করা যায়, কিন্তু অনুশীলনে একই উদ্যম ধরে রাখতে হবে।”
ব্রাইটনের বিপক্ষে ৬১ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। শেষ দিকে দুটি গোল হজম করলেও যোগ করা সময়ে ব্রায়ান এমবুমোর গোলে জয় নিশ্চিত হয় ৪-২ ব্যবধানে।
অ্যামুরির চোখে এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে পরিপূর্ণ পারফরম্যান্স, এমনকি লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে পাওয়া ২-১ গোলের জয়কেও ছাড়িয়ে গেছে এই ম্যাচ।
অ্যামুরি আরও বলেন, “লিভারপুল ম্যাচে জয় পেয়েছিলাম, কিন্তু সত্যি বলতে তাদের হারটা প্রাপ্য ছিল না। আজকের ম্যাচে আমরা সবকিছু ঠিকভাবে করেছি বল দখলে রেখেছি, সুযোগ তৈরি করেছি, রক্ষণে ছিলাম শক্ত। এটা আমার কাছে আরও পরিপূর্ণ পারফরম্যান্স মনে হয়েছে।”
বিডি প্রতিদিন/মুসা