নারায়ণগঞ্জের বন্দরে কুশিয়ারা তিনগাওসহ আশেপাশের এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহাম্মেদ বাবুলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ধানের শীষে ভোট চাই স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। লিফলেট বিতরণের সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্বজনের বাসায় গিয়ে শহীদ স্বজনের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশের উন্নয়ন সাধিত হবে। এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। তারেক রহমানের ৩১ দফায় দেশের প্রতিটি সেক্টরের মানুষের কথা বলা হয়েছে। আমরা রাষ্ট্র মেরামতের এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।
বিডি প্রতিদিন/আরাফাত