রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে পুলিশের রেকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাওছার আহামেদ (৩০)-এর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি আদ্-দ্বীন হাসপাতালের হিসাবরক্ষক ছিলেন।
শনিবার দিবাগত রাতে হানিফ ফ্লাইওভারের উপরে এই ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করে তাকে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি দক্ষিণখান থানার নগরবাড়ি রোড়ের জয়নাল আবেদীনের ছেলে কাওছার। বর্তমানে চাকরির সুবাদে খিলগাঁও সিপাহীবাগ থাকতেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনরা মরদেহ নিয়ে যান। মরদেহ বুঝিয়ে দেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদুর রহমান।
নিহতের বড় ভাই উজ্জ্বল আহমেদ জানান, আমি যতটুকু শুনেছি, তিনি আদ্-দ্বীন হসপিটালের পোস্তগোলা ব্রাঞ্চ কাজে গিয়েছিল, সেখান থেকে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে খিলগাঁও সিপাহীবাগে তার বাসায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারে পেছন থেকে পুলিশের একটি রেকার মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেখানে থেকে লোকজন আরোহীকে উদ্ধার করে সিএনজি অটোরিকশা যোগে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন।
বিডি প্রতিদিন/আরাফাত