নারী বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত। ৩০ অক্টোবর ভারতের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ২৯ অক্টোবর ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জয়ের নায়ক লেগ স্পিার অ্যালানা কিং। তিনি একাই নিয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার সহজ জয় এবং সর্বোচ্চ সেমিফাইনাল নিশ্চিতের খবরটিও ধামাচাপা পড়েছে লজ্জাজক এক সংবাদে। ভারতের ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের বিপক্ষে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ভারতের দুই নাগরিকের বিপক্ষে। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় ক্রিকেট বোর্ড, এটা নিন্দনীয় অপরাধ এবং ক্ষমার অযোগ্য। দেশটির ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, এ বিষয়ে সকর্ততা গ্রহণ করা হবে, ‘পুরো ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা এর নিন্দা করি। আমরা প্রয়োজণীয় সব সতর্কতা নেব। পুলিশ অভিযুক্তকে ধরেছে।’ ইন্দোরে প্রথম ব্যাটিং অ্যালানার লেগ স্পিন জাদুতে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলটির পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক লরা ওলভার্ট।
৯৮ রানের টার্গেটে ১৯৯ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে বড় জয় তুলে দেন অ্যালানা। তিনি ১৮ রানের খরচে নেন ৭ উইকেট। ম্যাচসেরা অ্যালানা কিংয়ের স্পেল ৭-২-১৮-৭। ৪৬ ওয়ানডে ক্যারিয়ারে অ্যালানার এটা ক্যারিয়ার সেরা। সব মিলিয়ে নারী ওয়ানডে ক্রিকেটে চতুর্থ এবং অস্ট্রেলিয়ার সেরা বোলিং। এর আগে অস্ট্রেলিয়ার অ্যালিসা পেরির ২২ রানে ৭ উইকেট ছিল সেরা।