বুন্দেসলিগায় নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বায়ার্ন মিউনিখ। মৌসুমের শুরু থেকেই দুর্বল ফর্মে থাকা বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৩-০ গোলে হারিয়ে লিগে টানা অষ্টম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবারের ম্যাচে শুরুতেই বিপাকে পড়ে মনশেনগ্লাডবাখ। ম্যাচের উনবিংশ মিনিটে লুইস দিয়াসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইয়েন্স কাস্ট্রপ। ফলে ১০ জন নিয়ে বাকি সময়টা খেলতে হয় অতিথিদের।
সংখ্যাগরিষ্ঠতা নিয়েও প্রথমার্ধে তেমন কিছু করতে পারেনি বায়ার্ন। হ্যারি কেইনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে দ্বিতীয়ার্ধে গতি বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
৬৪তম মিনিটে জসুয়া কিমিখ গোল করে দলকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পর মাইকেল ওলিসের নিখুঁত থ্রু বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল গেররেইরো। আর ৮০তম মিনিটে ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল নিজের নাম তোলেন স্কোরশিটে, নিশ্চিত করেন বায়ার্নের দাপুটে জয়।
এই জয়ের মাধ্যমে বুন্ডেসলিগায় ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে বায়ার্ন মিউনিখ। তারা করেছে মোট ৩০ গোল, এটি লিগের ইতিহাসে নতুন রেকর্ড। দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের পয়েন্ট ১৯।
বিডি প্রতিদিন/মুসা