অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ হারায় সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। তবে শেষ ম্যাচে এসে রোহিত শর্মা ও বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ও হোয়াইটওয়াশ এড়ালো সফরকারীরা।
শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করে ২৩৬ রানে গুটিয়ে যায় অজিরা। জবাবে রোহিতের সেঞ্চুরি ও কোহলির হাফসেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় পায় ভারত।
রোহিত শর্মা এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি করেন, যা সব সংস্করণ মিলিয়ে তার ৫০তম আন্তর্জাতিক শতক। ১২৫ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ১২১ রান করেন তিনি। অন্য প্রান্তে বিরাট কোহলি ৮১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেছিল অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ১৮৩ রান তুললেও পরের দিকে ভারতের তরুণ পেসার হর্ষিত রানা দুর্দান্ত বোলিংয়ে ইনিংস ভেঙে দেন। তিনি ৮.৪ ওভার বল করে ৩৯ রানে নেন ৪ উইকেট।
অজিদের হয়ে ম্যাট রেন’শ করেন ৫৬ রান এবং অধিনায়ক মিচেল মার্শ ৪১। শেষ পর্যন্ত ২৩৬ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
ম্যাচের সেরা ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোহিত শর্মা। তিন ম্যাচে তার সংগ্রহ ২০২ রান।
বিডি-প্রতিদিন/আশফাক