চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের জনসংখ্যা ও যানজট বিবেচনায় গণপরিবহন-ব্যবস্থায় আধুনিক সমাধান জরুরি। আমরা মনে করি মনোরেল প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী নিরাপদ, সময়নিষ্ঠ ও আরামদায়ক যাতায়াতের সুযোগ পাবে। এতে কর্মঘণ্টা বাঁচবে, যানজট কমবে এবং নগর অর্থনীতি হবে আরও গতিশীল।
গতকাল বিকালে চসিক রেস্ট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত চট্টগ্রাম নগরে মনোরেল প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইবিষয়ক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, মনোরেল প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর ফয়সাল রহমান, আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম কনস্ট্রাকশন কোম্পানির কান্ট্রি ডিরেক্টর কাউসার আহমেদ চৌধুরী, প্রকল্প পরামর্শক কামরান আনোয়ার নাগিভ ও চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব। সভায় চসিক মেয়র বলেন, ‘আমরা চট্টগ্রামকে একটি স্মার্ট ও পরিবেশবান্ধব শহরে রূপান্তরের চেষ্টা করছি। এ লক্ষ্যে চসিক মনোরেল প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে।’