গেলবারের চেয়ে এবার শক্তিশালী দল গড়েছে ঢাকা আবাহনী। তবু বাংলাদেশ ফুটবল লিগে দুই ম্যাচেই ফ্লপ। প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র ও পরেরটা ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে মূল্যবান পাঁচ পয়েন্ট নষ্ট করেছে। ফেডারেশন কাপে তাদের শুরুটা অবশ্য স্বস্তির জয় হয়েছে। গতকাল কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-২ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে পরাজিত করেছে। বিজয়ী দলের শেখ মোরসালিন ও সুলেমান দিয়াবাতে জোড়া গোল করেন। চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে দিয়াবাতে গোলের সূচনা করেন। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরসালিন। ৩৬ মিনিটে আবার পেনাল্টিতে গোল করেন দিয়াবাতে। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও আবাহনীর চতুর্থ গোল করেন মোরসালিন। ইয়ংমেন্সের দুই গোল করেন শান্ত ও রিয়াদ।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ গোলশূন্য ড্র করে। কয়েক দিন আগে একই ভেন্যুতে বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ২-১ গোলে আবাহনীকে হারিয়েছিল। ৯ ডিসেম্বর আবাহনীর পরবর্তী ম্যাচ ব্রাদার্সের বিপক্ষে।