দ্বিতীয় ওয়ানডের আগে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট দেশ থেকে উড়িয়ে এনেছিলেন আকিল হোসেনকে। বাঁ-হাতি ওপেনার খেলতে নেমেই বাজিমাত করেন ওয়েস্ট ই্িডজকে সুপার ওভারে জিতিয়ে। যদিও ওয়ানডে সিরিজ জিততে পারেনি শাই হোপের দল। প্রথম ও তৃতীয়টি জিতে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে টি-২০ সিরিজের তিন ম্যাচ। ২০ ওভারের ফরম্যাটের সিরিজে ভালো ফল করতে ওয়েস্ট ইন্ডিজ আরও এক স্পিনারকে দলভুক্ত করেছে। ইনজুরিতে পড়া পেসার শামার জোসেফের পরিবর্তে ওয়ানডে সিরিজে কোনো ক্রিকেটার নেয়নি। এবার টি-২০ সিরিজে অন্তর্ভুক্ত করল। ওয়ানডে সিরিজে খেলা খ্যারি পিয়েরেকে দলভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ টি-২০ স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়েরে, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জাইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র্যামন সিমন্ডস।