চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার নিন্দা জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আপনাদের কে দিয়েছে? জনগণ দেয়নি এ দায়িত্ব। বন্দর আমাদের, কোনো বিদেশি বেনিয়াদের কাছে তা তুলে দিতে পারি না।’ তিনি এ ধরনের উদ্যোগকে সরকারের ‘কাজ না, এজেন্ডা না, দায়িত্ব না’ উল্লেখ করে অবিলম্বে এসব বিতর্কিত কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, ‘গত এক বছরে মানুষ কর্মহীন হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, বেকারত্ব বেড়েছে। শ্রমিকরা অধিকারের দাবিতে রাস্তায় নামলে সেটাকে ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। বাজারে আগুন, সামাজিক নৈরাজ্য ছড়িয়ে পড়েছে। মব সন্ত্রাসীরা লুটপাট করছে। এসব দেখলে বোঝা যায়, সরকার দুর্বল ও অকার্যকর হলে মানুষ এসব করার সুযোগ পায়।’
দেশের বর্তমান পরিস্থিতি, বেকারত্বের ঊর্ধ্বগতি, লাগামহীন দ্রব্যমূল্য ও সরকারের বিতর্কিত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সাইফুল হক বলেন, ‘১৪ মাস পরও কোনো ঘটনা ঘটলে মানুষের মনে প্রশ্ন ওঠে- সরকার আছে, না নাই? এ সরকার নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারবে কি না- এ প্রশ্নও এখন মানুষের মনে জাগছে।’ সরকারের পক্ষপাতিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন- ‘বিএনপি, জামায়াত, এনসিপি বলছে, সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সরকারের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠেছে, সমালোচনা হচ্ছে। এসব কারণে সরকার বিতর্কিত হচ্ছে। এই পরিস্থিতি এড়িয়ে চলা উচিত।’