রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন যাত্রাবাড়ীতে মো. ইকবাল হোসেন ও কদমতলীতে মনির হোসেন (৬৫)।
ইকবালের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক বলেন, ইকবাল লন্ড্রির দোকানে কাজ শেষে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুরের বাসায় ফিরছিলেন। কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান জানান, ইকবালের বাড়ি বরিশালের বানারীপাড়া থানার পশ্চিম চোখরায়। তার একটি ছেলে রয়েছে। এ ঘটনায় সিটি করপোরেশনের ময়লার গাড়িটি জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।
এদিকে গতকাল সকালে কদমতলীর দনিয়ায় নিজ দোকানের ভিতর থেকে ব্যবসায়ী মনির হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার বাড়ি ভোলা সদর উপজেলার পূর্ব চরকান্দিতে। তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। মনির হোসেনের ছেলে রুবেল জানান, বাসার অদূরে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পাশে চা-পানের দোকান রয়েছে তার বাবার। প্রতিদিনের মতো সকালে চায়ের কেটলি নিয়ে দোকানে যান এবং দোকানের শাটার লাগিয়ে ভিতরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।