বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, আগামী নির্বাচনে কিছু দলের পিআর পদ্ধতি দাবি গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। গণতন্ত্র মানেই হচ্ছে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। কিন্তু পিআর পদ্ধতি হচ্ছে গণতন্ত্রের এই স্লোগানবিরোধী। যারা পিআর পদ্ধতি চায় নির্বাচনে জনগণের ওপর তাদের ভরসা নাই।
বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন-সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, পৈলনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মকবুল মিয়া ও ছালিক মিয়া, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহা আলম প্রমুখ।