বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান বলেছেন, আমরা গণভোট চাই না, আমরা চাই নির্বাচন- আপনাদের ভোট। কারণ ১৬ বছর বিএনপি কীসের জন্য সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, আমাদের এত লোক মারা গেছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার লোক জেল খেটেছে। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চারগাছ কলেজ মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারের সভাপতিত্বে সভায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনি এলাকায় সাবেক এমপি মুশফিকুর রহমানসহ ছয়জন মনোনয়নপ্রত্যাশী সবাই এই মঞ্চে হাতে হাত রেখে দল যাকে মনোনয়ন দেবে সবাই এক হয়ে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অপর মনোনয়নপ্রত্যাশীরা হলেন আখাউড়া বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, কেন্দ্রীয় কৃষক দল সদস্য নাছির উদ্দিন হাজারী।