রাশিয়ার মিসাইল হামলায় ই্উক্রেনে আরও চারজন নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে এ হামলায় আহত হয়েছে অন্তত ১৭ জন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, কিয়েভে শনিবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
দেশটির পূর্ব-মধ্যাঞ্চলের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরেক হামলায় দুজন নিহত হয়েছেন। ভারপ্রাপ্ত গভর্নর জানান, এ হামলায় আবাসিক ভবন, একটি গাড়িও বিধ্বস্ত হয়েছে।
এদিকে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশ থেকে এক রাতেই ইউক্রেনের ১২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থির-ডানাযুক্ত ওই ড্রোনগুলো শনাক্ত করে ধ্বংস করেছে।
মন্ত্রণালয় জানায়, এর মধ্যে ২০টি ড্রোন ভূপাতিত হয়েছে রোস্তভ অঞ্চলে, ১৯টি ভলগোগ্রাদে, ১৭টি ব্রায়ানস্কে, ১২টি কালুগায়, ১১টি স্মলেনস্কে, ৯টি বেলগোরদে। এর মধ্যে ৭টি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল।
এদিকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ফের দূরপাল্লার অস্ত্র সহায়তা চেয়েছেন। তার পরেই এ হামলা চালিয়েছে রাশিয়া।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/এমই