ভোলা জেলা শহরের নতুন বাজার চত্বরের অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করতে গেলে অবৈধ দখলদাররা পৌরসভার কর্মীদের মারধর করে এবং তিনটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই গাড়িগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, শনিবার বিকাল চারটার দিকে নতুন বাজার, পুরাতন টাউন হলের সামনে অবৈধভাবে বাঁশ-কাঠ দিয়ে নির্মিত ফলের দোকান ও চায়ের দোকান উচ্ছেদ করতে যায় পৌর কর্তৃপক্ষ। এসময় দোকানদাররা বাধা দিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দোকানদাররা পৌরসভার কর্মীদের ওপর হামলা চালায় এবং তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
পৌরসভার কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল দোকান সরানোর জন্য। কিন্তু তারা তা মেনে না নেওয়ায় আজ বিকালে উচ্ছেদ অভিযানে নামতে হয়েছে। হামলায় পৌরসভার কয়েকজন কর্মী আহত হন, এর মধ্যে তিনজনের অবস্থাই গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। মসজিদ ও মুক্তিযোদ্ধা সংসদের ভবনের মধ্যবর্তী জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা হয়েছিল, যেখানে ভাসমান দোকানগুলো গড়ে উঠেছিল। এই দোকানগুলো থেকে মাসিক ভাড়া আদায় করতো একটি বিশেষ মহল। পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নেমে এই বিশেষ মহলের ক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
ঘটনার পর পৌর কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।