ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহাগ সিকদার (৩৪) নামের এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার নিয়ামত গ্রামে তার বাবার নাম আশরাফ আলী সিকদার।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী আমজাদ হোসেন জনিসহ কয়েকজন কারারক্ষী তাকে শনিবার রাত পৌনে ৮টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, মৃত সোহাগ সিকদার মিরপুর মডেল থানার ৪৮/৫৭৩, ধারা ৩৬(১)এর ৮(গ) মামলায় বন্দী ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত