রাজধানীর শাহবাগ থানা এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক ভবঘুরে নারী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শাহবাগ থানাধীন হাইকোর্টের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ভিকটিম অজ্ঞাত (৩০) গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে। থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দিবাগত রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক এসআই হামিদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন