রাজধানী বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিনিয়ত নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে। শনিবার (২৫ অক্টোবর) ছুটির দিনেও নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকছে রাজনৈতিক দলগুলো। এক নজরে দিনের কর্মসূচি
তথ্য উপদেষ্টার কর্মসূচি
রাজধানীর তোপখানা রোডে সকালে বিএমএ ভবনের ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
সম্প্রীতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কার্গো ভিলেজ ও ই-গট পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসারপ্রাপ্ত লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি ডিএসও অফিসের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন।
বিএনপির কর্মসূচি
আজ বেশ কিছু কর্মসূচি নিয়ে মাঠে থাকছে বিএনপি। বেলা সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় শিক্ষায় মূল্যবোধ পরিপন্থি সিদ্ধান্ত বাতিলেল দাবি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
একই সময়ে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
এছাড়া দুপুর তিনটায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিবেনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অনুষ্ঠানে দলটির নেতারা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও তার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। মতিঝিলের শাপলাচত্বরে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেবেন আমিরে মজলিস মামুনুল হক।
বিডি প্রতিদিন/কামাল