২৩ অক্টোবর ৪৬ বছরে পা দিয়ে দক্ষিণী সুপারস্টার প্রভাস। এই বিশেষ দিনে ভক্তদের জন্য সুখবর দিলেন তিনি। নিজের পরবর্তী ছবি ‘ফৌজি’-এর প্রথম লুক প্রকাশ করে তিনি দর্শকদের উন্মাদনার নতুন মাত্রা যোগ করেছেন। এরপর তা ভাইরাল হয়ে যায়।
পোস্টারে প্রভাসকে বাহুবলীর মতো শক্তিশালী রূপে দেখা গেছে। তার লুক অত্যন্ত আকর্ষণীয়। যা ছবির চরিত্র ও প্রেক্ষাপট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়। সবচেয়ে নজরকাড়া বিষয় হল, ছবির পোস্টারে জ্বলন্ত বিট্রিশ পতাকা দেখা যাচ্ছে। যা স্বাধীনতা-পূর্ব পেক্ষাটে নির্মিত হতে যাচ্ছে।
দক্ষিণের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান থ্রিথি মুভি মেকরাস জানায়, ফৌজি নামে নতুন সিনেমা তৈরি হচ্ছে। পরিচালনা করবেন ‘সিতা রামাম’ খ্যাত নির্মাতা হনু রাঘবপুদি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস।
তবে আরেকটি সুখবর অপেক্ষা করছে প্রভাসের ভক্তদের। ফৌজি ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ভাষার পাশাপাশি বাংলায়ও মুক্তি পাবে। এর আগে কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’ একমাত্র দক্ষিণি সিনেমাটি বাংলা ভার্সনে মুক্তি পেয়েছিল। তবে প্রভাস অভিনীত এটিই প্রথম সিনেমা, যা বাংলায় মুক্তি হবে।
প্রযোজক প্রতিষ্ঠান জানায়, ১৯৪০-এর দশকের গল্প নিয়ে তৈরি হচ্ছে ফৌজি সিনেমা। ভারতবর্ষ তখন শাসন করছে বিট্রিশরা। বিট্রিশ ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। সিনেমায় একপর্যায়ে তিনি একাই বিট্রিশদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
ফৌজি সিনেমায় প্রভাসের নায়িকা হিসেবে থাকবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইমানভি। এছাড়াও থাকছেন মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা, অনুপম খেরের মতো তারাকারা। শিগগির শুরু হবে শুটিং।
সবশেষ ২০২৩ সালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় দেখা গিয়েছিল প্রভানসকে। এরপর আর কোন সিনেমা মুক্তি পায়নি। এর মধ্যে চলতি বছর ‘রাজা সাহেব’ সিনেমার শুটিং করেছেন। ২০২৬ সালটা তার শুরুটা হবে এই সিনেমার মধ্যে দিয়ে। ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়াও ‘অ্যানিমেল’খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে ফৌজি কবে মুক্তি পাবে সেই ঘোষণার অপেক্ষায় ভক্তরা। বিট্রিশদের অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগের মধ্যে দিয়ে তিনি দর্শকদের মন জয় করেন বলে আশা তাদের।
বিডি প্রতিদিন/কামাল