সিরাজগঞ্জে পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে এক পথচারী নিহত হন। অন্যদিকে, একই দিনে ঢাকা–ঈশ্বরদী রেলপথের কড্ডা মোড়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি মারা যান।
প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে। হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পথচারী নায়েব প্রামানিক (৫০) পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত নায়েব প্রামানিক তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামানিকের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
অন্যদিকে, সদর থানার উপপরিদর্শক আবু সাঈদ জানান, শনিবার সকালে ঢাকা–ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কড্ডা এলাকায় একটি রেলসেতুর উপর ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি মারা যান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে দুপুরে জিআরপি (রেলওয়ে পুলিশ) মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/জামশেদ