ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়ির কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে ৩৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এ ধর্মীয় উৎসব উপলক্ষে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, কঠিন চীবর দান, কল্পতরু দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খবংপড়িয়া আদর্শ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দপ্রিয় মহাস্থবির।
এ সময় উপস্থিত ছিলেন লঙ্কারাম বিহারের অধ্যক্ষ রতনানন্দ স্থবির, পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শাক্যতিলক স্থবিরসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ভিক্ষুসমাজের প্রতিনিধিরা।
ধর্মসভায় ভিক্ষুসংঘ কঠিন চীবর দানের তাৎপর্য, বৌদ্ধ ধর্মের শীল, সমাধি ও প্রজ্ঞার গুরুত্ব বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দিনব্যাপী এই দানোৎসবে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা পুণ্যলাভের আশায় দান, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।
বিডি-প্রতিদিন/জামশেদ