চট্টগ্রামের ফটিকছড়ি থানার অস্ত্রসহ ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ফোরকান উদ্দিন রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার ফোরকান উদ্দিন রুবেল (৩৯) ফটিকছড়ি উপজেলার ছোট ছিলোনিয়া সুন্দরপুর এলাকার জেবল হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ফোরকান উদ্দিন প্রকাশ রুবেল হাটহাজারীতে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম