বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’খ্যাত এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা অশোক পণ্ডিত।
এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘আমাদের বন্ধু অভিনেতা সতীশ শাহ আর নেই। আজ দুপুর আড়াইটার দিকে কিডনি বিকল হয়ে তিনি মারা গেছেন। সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হিন্দুজা হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু বাঁচানো যায়নি।’
তিনি আরও বলেন, ‘এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল ক্ষতি। আমি তার সঙ্গে বহু কাজ করেছি। তিনি যেমন ভালো অভিনেতা ছিলেন, তেমনি ছিলেন দারুণ মানুষ।’
ভারতীয় গণমাধ্যম বলছে, দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন এই অভিনেতা। সম্প্রতি কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারও করেছিলেন সতীশ। তবে দুদিন আগে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৮৩ সালের ‘জানে ভি দো ইয়ারো’ দিয়ে বলিউডে জনপ্রিয়তা পান সতীশ শাহ। এরপর ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘ফানা’, ‘ওম শান্তি ওম’র মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ছোটপর্দাতেও তার সমান সাফল্য ছিল। বিশেষ করে কমেডি ধারার ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে।
২০১৪ সালে সাজিদ খান পরিচালিত ‘হামশকলস’ ছিল অভিনেতার শেষ সিনেমা। অভিনয়ের পাশাপাশি ২০০৮ সালে অর্চনা পুরন সিংয়ের সঙ্গে ‘কমেডি সার্কাস’র সহবিচারক হিসেবেও কাজ করেছিলেন তিনি। বলিউডের প্রিয় এই মুখের প্রয়াণে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে।
বিডি-প্রতিদিন/আশফাক