আফগানিস্তান সিরিজে লিটন কুমার দাসের চোটের কারণে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। তবে আরব আমিরাতের ভিসা না পাওয়ায় আফগান সিরিজে খেলা হয়নি তার। কোনো ম্যাচ না খেলেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন এই বাঁহাতি ওপেনার।
তবে টি-টোয়েন্টির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ছন্দে থাকা সত্ত্বেও সৌম্য কেন নেই টি-টোয়েন্টি দলে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
গণমাধ্যমকে তিনি জানান, এবারের দলে টপ-অর্ডারের নিয়মিত পারফর্মারদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন দাস এবং আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়া সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিক পারফর্ম করা সাইফ হাসানও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।
প্রধান নির্বাচকের মতে, সৌম্য সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ভালো খেললেও টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকতার অভাব রয়েছে। যদিও শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে কিছু ভালো ইনিংস এসেছে, তবে প্রতিটি সিরিজেই ব্যর্থতার ছাপও ছিল। নির্বাচকরা দল গঠনে ধারাবাহিক পারফর্মারদের ওপরই আস্থা রাখতে চেয়েছেন।
তবে অনেকেই মনে করছেন, ওয়ানডে সিরিজে ছন্দে ফেরার জোরালো ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য। তার ব্যাটিংয়ে আত্মবিশ্বাসও ফিরে এসেছিল। তাই বর্তমান ফর্ম বিবেচনায় তাকে বাদ দেওয়াটা পুরোপুরি যুক্তিসঙ্গত নয়।
টিম ম্যানেজমেন্ট অবশ্য জানিয়েছে, সংক্ষিপ্ত সংস্করণে সৌম্য এখনো তাদের পরিকল্পনায় আছেন এবং ভবিষ্যতে তার জন্য দলে ফেরার দরজা খোলা থাকছে।
বিডি প্রতিদিন/এমআই