ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনটিতে প্রচারে আছেন কম করে হলেও হাফ ডজন প্রার্থী। মনোনয়ন ঘিরে দলগত কারণে নিজেদের মধ্যে যতই বিভেদ থাকুক প্রচারের জন্য পাশাপাশি শোভা পাচ্ছে প্রার্থীদের নাম।
নির্বাচনি মাঠ ঘুরে দেখা গেছে, বিএনপির দুই প্রার্থী ভোটারদের মন পেতে ছুটে চলেছেন। তারা হলেন- সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ নূরুল কবীর শাহীন এবং আয়নাঘরে নির্যাতনের শিকার উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মঞ্জরুল হক হাসান। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ। এলডিপির প্রেসিডিয়াম কমিটির সদস্য অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালের পক্ষে প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু বলেন, সংগঠনকে কীভাবে আগলে রাখতে হয় সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন মাজেদ বাবু। এই সময়ে সব হিসাব-নিকাশে তিনিই এগিয়ে। শাহ নুরুল কবীর শাহীন গত ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হয়ে ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েন। এলাকায় আসতেন কালেভদ্রে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি নেতা-কর্মী সমর্থকদের একটি অংশের সঙ্গে আবারও সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। শাহ নুরুল কবীর শাহীন বলেন, সাবেক এমপি হিসেবে এলাকার মানুষ এখনো আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। দলীয় কর্মীরা দল গোছানোর তাগিদ দিচ্ছে। আগামীতে মনোনয়ন পেলে সব কোন্দল মতভেদ ভুলে দলের সব নেতা-কর্মীই আমার সঙ্গে থাকবেন। লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু বলেন, মানবিকতার তাগিদেই আমি রাজনীতিতে সক্রিয় হয়েছি। দলের অবহেলিত নেতা-কর্মী ও সমর্থকরাই আমার প্রাণ। ঈশ্বরগঞ্জের মানুষ আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাচ্ছি নতুন প্রজন্মকে নেতৃত্ব দিয়ে সঠিক পথে তাদের অগ্রসর করে নিয়ে যেতে। জনপ্রিয়তা ও এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা রাখছি। বিএনপির সঙ্গে পাল্লা দিতে মাঠে নেমেছে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মঞ্জরুল হক হাসান। চ্যালেঞ্জ নিতে তিনি ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি হাবিবুল্লাহও প্রচারণায় আছেন। এ ছাড়াও সরাসরি মাঠে সক্রিয় না থাকলেও এলডিপির প্রেসিডিয়াম কমিটির সদস্য অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালের কর্মী-সমর্থকেরা বিভিন্ন সময়ে মিছিল-মিটিং করছেন। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬২২ জন।