নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় দীর্ঘদিন হারিয়ে যাওয়া কাবাডি প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত চেঙ্গাকান্দী বালুর মাঠে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর কাবাডি প্রতিযোগিতা।
এক সময় গ্রামবাংলার মাঠে-মাঠে জমজমাটভাবে কাবাডি বা হাডুডু খেলা হতো। কিন্তু আধুনিক খেলাধুলার ভিড়ে বাংলাদেশের এই জাতীয় খেলা প্রায় হারিয়ে গেছে। তবে দীর্ঘদিন পর সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে এনেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দী গ্রামের তরুণরা।
খেলার আয়োজক শরীফ হোসেন বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও এখন এটি প্রায় বিলুপ্তির পথে। গ্রামের ঐতিহ্য ধরে রাখতে আমরা এই আয়োজন করেছি। এলাকাবাসীর সহযোগিতায় আজ তা সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতায় লাল দল ও নীল দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনায় এই ম্যাচে দুই দলই সমানভাবে জয় ভাগাভাগি করেছে।
খেলা দেখতে আসা স্থানীয় দর্শক মো. ডালিম হোসেন বলেন, এখন সবাই ক্রিকেট ও ফুটবল খেলায় মগ্ন। কিন্তু কাবাডি আমাদের শিকড়ের খেলা। আজ এত মানুষ দেখে মনে হলো পুরোনো ঐতিহ্য ফিরে এসেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলী বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা হলেও এটি আজ হারিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজন নিয়মিত করলে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়বে এবং তারা মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত আয়োজন দেখে স্থানীয়রা আশা করছেন, এই ধরনের অনুষ্ঠান যেন নিয়মিত হয়। এতে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির শিকড় আবারও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারবে।
বিডি-প্রতিদিন/মাইনুল