ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের এই হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় শহরের বিভিন্ন এলাকায় ভবন ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো সামাজিক মাধ্যম টেলিগ্রামে বলেন, রাজধানীতে বিস্ফোরণ ঘটেছে। শহরটি বর্তমানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে। তিনি আরো জানান, রাজধানীতে বর্তমানে আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেসনিয়ানস্কি ও দারনিতস্কির কয়েকটি অনাবাসিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামানোর আহ্বানটি ‘একটি ভালো সমঝোতা।’ তবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব গ্রহণ করবেন কি না— তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, অসলোতে এক সংক্ষিপ্ত সফরের সময় জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন— ‘আমরা যেখানে আছি সেখানেই থাকুন এবং আলোচনা শুরু করুন।’ তিনি আরো বলেন, আমি মনে করি— এটি একটি ভালো সমঝোতা। কিন্তু আমি নিশ্চিত নই যে, পুতিন এটি সমর্থন করবেন কি না এবং আমি প্রেসিডেন্টকে (ট্রাম্পকে) এটি বলেছি।
২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের অবসান ঘটানোর প্রচেষ্টা আবারও থমকে গেছে বলে মনে হচ্ছে। সাম্প্রতি মস্কো ও কিয়েভ উভয়কেই তাদের বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/এএম