ডিজিটাল ডিভাইসের প্রতি তরুণদের ক্রমবর্ধমান আসক্তি দূর করা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।
শনিবার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খুনিয়াগাছ উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আয়োজনটির উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, মো. আসাদুজ্জামান জীম বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রীতি ম্যাচে মুখোমুখি হয় খুনিয়াগাছ এসপি স্পোর্টিং ক্লাব ও করিম বাজার সুপারস্টার ক্লাব একাদশ। রোমাঞ্চকর এই খেলায় এসপি স্পোর্টিং ক্লাব ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করে। অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ফুটবল উপহার তুলে দেওয়া হয়।
সভাপতি কামরুজ্জামান সুজন বলেন,‘আজকের তরুণ প্রজন্ম দিন দিন মোবাইল ও ডিজিটাল গেমসে আসক্ত হয়ে পড়ছে। শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে তাদের আবারও মাঠমুখী করতে শুভসংঘের এই আয়োজন একটি ছোট প্রচেষ্টা।’
অতিথিরা বলেন, ‘শরীরচর্চা কেবল শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যেরও চাবিকাঠি। নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, দলগত সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।’
বিডি-প্রতিদিন/আশফাক