বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে বৃহস্পতিবার সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এ ছাড়া সংগঠনের উদ্যোগে টাঙ্গাইলে জিআই পণ্য নিয়ে আলোচনা এবং আখাউড়ায় স্কুলে বাগান করে দেওয়া হয়েছে।
ঢাকা: বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। উৎসবে প্রতিযোগিতামূলক বিভাগে সেরা তিনজন অংশগ্রহণকারীকে পুরস্কার দেওয়া হয়।
প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনোভা তুষিন, দ্বিতীয় হন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সুহা এবং তৃতীয় স্থান অর্জন করেন সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান তিন্নি।
উৎসবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সভাপতি ফারিয়া হক তাজিম, মোছা. সাহিদা খাতুন, জান্নাতুল ফেরদৌস, সানজিদা নীলা, ইফফাত সুলতানা, ঋতু ইয়াসমিন বর্ণী, উম্মে মাহফুজা তাবাসসুম, তাসলিমা, পলি আক্তার, রুনা আক্তার, সায়মা জান্নাত, রোমানা আহমেদ, মাকসুরা সরকার অবণি, চুমকি খাতুন, সায়নিকা সায়োন ফারিহা, হাবিবা আক্তার, নূরনাগার খাতুন প্রমুখ।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ঐতিহ্য ও গৌরবের প্রতীক চারটি জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য—পোড়াবাড়ীর চমচম, তাঁতের শাড়ি, জামুর্কীর সন্দেশ ও মধুপুরের আনারস বিশ্ববাসীর কাছে তুলে ধরতে প্রদর্শনী ও আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখা। গত মঙ্গলবার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকি মোড়ে শুভসংঘ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, টাঙ্গাইল প্রেসক্লাবের সহসভাপতি ও বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি মাওলানা মো. মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক মেহেরুব ইসলাম রুমন, অর্থ সম্পাদক আল আমিন, সমাজকল্যাণ সম্পাদক আরাফাত ইসলাম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আখাউড়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগান করে দেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘ আখাউড়া শাখার উদ্যোগে এ আয়োজনে ফুল ও ফলের চারা বিদ্যালয়ের আঙিনা আর টবে লাগানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, বিদ্যালয়ের সৌন্দর্য বাড়াতে ফুল ও ফলের বাগান করার কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ আমাদের বিদ্যালয়ে বাগান করতে সহযোগিতা করেছে। এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। বসুন্ধরা শুভসংঘের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।
বিডি প্রতিদিন/কেএইচটি