সৌদি আরবকে নিয়ে কটাক্ষ করে ক্ষমা চাইলেন ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।
ব্যাপক সমালোচনার পর তিনি বলেছেন, “সৌদি আরব নিয়ে আমার মন্তব্য অনুপযুক্ত ছিল। এর ফলে (সৌদি নেতাদের) যে অপমান হয়েছে, সেজন্য মাফ চাইছি।”
এর আগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে ইসরায়েলকে সৌদির স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্মোটরিচ বলেন, “যদি সৌদি আরব আমাদের বলে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। আমি বলব, বন্ধুরা— না ধন্যবাদ। আপনারা সৌদি আরবের মরুভূমিতে উটে চড়া অব্যাহত রাখুন।”
সৌদির কাছে মাফ চাইলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা অব্যাহত রেখেছেন উগ্রপন্থী স্মোটরিচ। তিনি বলেছেন, “আমি সৌদিদের কাছ থেকে প্রত্যাশা করব তারা আমাদের ক্ষতি করবে না এবং আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এবং পশ্চিম তীরে ইহুদিদের তাদের ঐতিহাসিক ভূখণ্ডের অধিকার থেকে বঞ্চিত করবে না। এছাড়া সৌদি আমাদের সঙ্গে সত্যিকারের শান্তি স্থাপন করবে বলেও আমার প্রত্যাশা।”
এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে এ বছরের মধ্যে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ১৫ অক্টোবর প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প, যা বৃহস্পতিবার (২৩ অক্টোবার) প্রকাশ করেছে ম্যাগাজিনটি।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি মনে করি, আমরা সৌদি-ইসরায়েলের সম্পর্কের খুব কাছে আছি। আমি মনে করি সৌদি নেতৃত্ব দেবে। সৌদির গাজা সমস্যা ছিল, সৌদির ইরান সমস্যা ছিল। এ মুহূর্তে তাদের এ দুটি সমস্যা নেই।” সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ