উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে জয় পেয়েছে ফেবারিট দলগুলো। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। রিয়ালের পক্ষে গোলটি করেন জুড বেলিংহ্যাম। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চমে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। লিভারপুল, চেলসি ও বায়ার্ন মিউনিখ বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে। লিভারপুল ৫-১ গোলে হারিয়েছে ফ্র্যাঙ্কফুর্টকে। লিভারপুলের পক্ষে একটি করে গোল করেন হুগো একিটিকে, ভার্জিল ফন ডাইক, ইব্রাহিম কোনাতে, কোডি গাকপো ও ডমিনিক। লিভারপুল ৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে। চেলসি ৫-১ গোলে হারিয়েছে ডাচ্ ক্লাব আয়াক্সকে। চেলসির পক্ষে একটি করে গোল করেন মার্ক গুইয়ো, মোইসেস কেইসেডো, এনজো ফার্নান্দেজ, এস্তেভাও ও টিরিক জর্জ। চেলসি ৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে লিগ পর্বে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাব ব্রুজকে। বায়ার্নের পক্ষে একটি করে গোল করেন লেনার্ট কার্ল, হ্যারি কেইন, লুইস ডিয়াজ ও নিকোলাস জ্যাকসন। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগে বুধবার জয় পেয়েছে অ্যাথলেটিক, গ্যালাটাসারি ও স্পোর্টিং। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক ৩-১ গোলে হারিয়েছে কারাবাখকে। গ্যালাটাসারি ৩-১ গোলে হারিয়েছে বোডো গ্লিমটকে। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ২-১ গোলে হারিয়েছে মার্সেইকে। এ ছাড়া গোলশূন্য ড্র করেছে আটলান্টা-স্লাভিয়া প্রাগ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে লিগ পর্বে দারুণ খেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। তারা টানা তিন জয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট করে সংগ্রহ করেছে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদও। চলতি মৌসুমে অবশ্য ফেবারিটের তালিকায় নাম আছে বার্সেলোনা, লিভারপুল এবং চেলসিরও। পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটিও এবার শিরোপার লক্ষ্যেই খেলছে।
শিরোনাম
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
ফেবারিটদের জয়ের রাত
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর