নাইজেরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা অভিযান চালিয়ে ৫০ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে।
নাইজেরিয়া কর্তৃপক্ষ ১৬ বছর ধরে বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স (আইএসডাব্লিউএপি)-এর বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে লড়াই করছে।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর উত্তর-পশ্চিমাঞ্চলের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সানি উবা এক বিবৃতিতে জানান, স্থল ও আকাশপথে সম্মিলিত প্রচেষ্টায় সব মিলিয়ে ৫০ জনেরও বেশি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে। তবে, আহত সৈন্যের সংখ্যা তিনি উল্লেখ করেননি। সূত্র: গেজেট নাইজেরিয়া, ডেইলি পোস্ট নাইজেরিয়া, এএফপি
বিডি প্রতিদিন/একেএ