ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. জীবন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের সড়কবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জীবন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি মিষ্টির দোকানের সামনে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও অটোরিকশাচালক জীবন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন মিয়া ছুরি দিয়ে দোকান কর্মচারীকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল জিলানী জানান, “ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবককে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”
ঘটনার বিষয়ে আখাউড়া থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, “মিষ্টির দোকানের কর্মচারী ও অটোরিকশাচালকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জীবন মিয়া তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে দোকান কর্মচারীর মৃত্যু হয়। অভিযুক্ত অটোরিকশাচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
বিডি প্রতিদিন/আশিক