চোখের ভিতর রেখেছিলাম- আগুন,
আগুনে মেঘের ছায়া;
জল নিতে গিয়েও ছাই হয়ে ফিরি,
দেখি আমার গলা পর্যন্ত জ্বলে গেছে মায়া।
হৃদয়ের ভিতর রোপেছিলাম- বীজ,
বীজে নীলতরু স্বপ্ন;
অঙ্কুর ওঠেনি- কিন্তু
পুরো দেহে ফুটেছে অনির্বাণ দহন।
বাতাসে ভাসিয়েছিলাম- নাম,
নামের পাশে মুখ, মুখের পাশে ক্ষত;
এক এক করে পুড়ছে শব্দ,
আর আমি কেবল দেখি-
আলোর মতোই নিঃশেষ হচ্ছে রাত।
অগ্নি আমার একমাত্র ধর্ম,
জ্বলে ওঠার মধ্যে পাই জন্মের সুখ;
সব ছাই, সব ধোঁয়া, সব ভস্ম মিলেমিশে বলে-
অগ্নি ভালো, অগ্নিই তো সুখ।