ভোলা-১ সদর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ছোট ভাই কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হায়দার আলী লেলিন। এ আসনে আলোচনায় রয়েছেন সাবেক মন্ত্রী অবিভক্ত ঢাকা সিটির প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুরের বড় ছেলে ভোলা সদর আসনের সাবেক এমপি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলার সিনিয়র সহসভাপতি মাওলানা মো. ওবায়দুর রহমান, যিনি ওবায়েদ বিন মোস্তফা নামে পরিচিত। খেলাফত মজলিশের মাওলানা আলী আকবর। জানা গেছে, আলহাজ গোলাম নবী আলমগীর ইতিপূর্বে এ আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন। সে নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। এমনকি প্রচার-প্রচারণা করতেও দেওয়া হয়নি। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী এবং সাধারণ ভোটারদের কাছে আলহাজ গোলাম নবী আলমগীর ‘হাজি সাহেব’ নামে বেশি পরিচিত।
তার বাবা মরহুম আলতাজের রহমান ভোলার ‘বড় মিয়া’ নামে পরিচিত ছিলেন। পারিবারিকভাবে আলহাজ গোলাম নবী আলমগীরের একটি আলাদা প্রভাব রয়েছে।
এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হায়দার আলী লেলিন এর আগেও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা হায়দার আলী লেলিন বিএনপির কেন্দ্রয়ী রাজনীতিতে পরিচিত মুখ। তিনি এবারও এ আসন থেকে মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে দল গোছানোর কাজ শেষ করেছেন। দলীয়ভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।