ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় করেছে বাংলাদেশ। গতকাল মিরপুর স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের ১৭৯ রানে পরাজিত করেছেন মিরাজরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে সৌম্য-সাইফের দুরন্ত ব্যাটিংয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ১১৭ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে এর আগে টাইগারদের সবচেয়ে বড় জয় ছিল ১৬০ রানের। ২০১২ সালে খুলনায় এসেছিল সেই জয়। এবার মিরপুরে নতুন রেকর্ড গড়লেন মিরাজরা। গতকাল উদ্বোধনী জুটিতেই ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করে দেন সাইফ ও সৌম্য। ২৫.২ ওভারে প্রথম জুটিতে ১৭৬ রান করেন দুজন। সাইফ ৭২ বলে ৮০ রান করে আউট হন। সৌম্য করেন ৮৬ বলে ৯১ রান। সাইফের ইনিংসে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা। সৌম্য ৭টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন। এরপর নাজমুল হোসেন শান্ত ৪৪, তাওহিদ হৃদয় ২৮ ও শেষ দিকে মিরাজ ১৭ ও নুরুল হাসান সোহান ১৬ রান করে দলকে নিরাপদ সংগ্রহ এনে দেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন আকিল হোসেন। এ ছাড়া অ্যালিক ২টি ও রোস্টন চেজ ও গুদাকেশ মোটি ১টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে নাসুম, রিশাদ, মিরাজ, তানভীরদের বোলিং তোপের মুখে বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নাসুম মাত্র ১১ রানে ৩ উইকেট শিকার করেন। রিশাদ ৩ উইকেট শিকার করেন ৫৪ রানে। ২টি করে উইকেট নেন মিরাজ ও তানভীর। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আকিল হোসেন। ম্যাচসেরা হয়েছেন সৌম্য সরকার। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন রিশাদ হোসেন। ওয়ানডে সিরিজ জয় করে চট্টগ্রাম যাবে বাংলাদেশ। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
শিরোনাম
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
আপডেট:
০২:০৮, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
বাংলাদেশের সিরিজ জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর