আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতীক্ষিত বৈঠক বাতিল হয়ে গেছে। আগামী রবিবার থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হচ্ছে ৪৭তম আসিয়ান সম্মেলন। এতে অংশ নিতে মালয়েশিয়া সফরে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে কুয়ালালামপুরে যাচ্ছেন না নরেন্দ্র মোদি। তিনি সম্মেলনের প্রথম দিনই দিল্লি থেকে ভার্চুয়ালি ভাষণ দেবেন।
ভারত সরকারের একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী মোদি সশরীরে কুয়ালালামপুরে যাবেন না। তিনি ভার্চুয়ালি দিল্লি থেকে ভাষণ দেবেন। এই প্রথম মোদি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। এর আগে সব কটি সম্মেলনে যোগ দেন তিনি। সূত্র আরও জানায়, বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। এর জন্য প্রধানমন্ত্রী মোদি প্রচারে ব্যস্ত থাকবেন। তা ছাড়া বিহারিদের জাতীয় উৎসব ছোট পূজায় (সূর্যের পূজা) অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কাছে আসিয়ান বৈঠকে যোগ দেওয়ার চেয়েও বিহার ভোটের জয় বেশি মর্যাদার। মোদির পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নেবেন। পূর্ব এশিয়া সম্মেলন হবে ২৭-২৮ অক্টোবর। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি অনিশ্চিত হয়ে গেছে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল গত সপ্তাহে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। কিন্তু কোনো সমঝোতা হয়নি। অন্য এক সূত্রের মতে, বাণিজ্য চুক্তি না হওয়ার অন্যতম কারণ মোদির আসিয়ান সম্মেলনে না যাওয়া। এর আগে সম্মেলনের আয়োজক মালয়েশিয়া সরকারিভাবে ঘোষণা করেছিল যে ট্রাম্প ও মোদি দুজনেই ২৬ অক্টোবর কুয়ালালামপুর পৌঁছাবেন।