নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পুলিশের হাতে মার খেয়েছি, ১৫টি মামলা খেয়েছি, তবুও দল ছাড়িনি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আয়োজিত কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাউদার মাহমুদ বলেন, আমাদের অনেক মা-বোনের কাছে তারেক রহমানের ৩১ দফা এখনো পৌঁছায়নি। তাই আজকের এই সমাবেশের মাধ্যমে আমি সেসব মা-বোনের কাছে বিষয়টি তুলে ধরতে চাই। যেদিন থেকে মানুষ এই ৩১ দফা বুঝেছে, সেদিন থেকে এটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। এই ৩১ দফা এখন সাধারণ মানুষের আশার প্রতীক। তারেক রহমানের এই কর্মসূচিই আগামী বাংলাদেশের স্বপ্ন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে আছি। দলের কোনো কর্মসূচিই আমি ফাঁকি দিইনি। তারেক রহমানের লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছি, মামলা খেয়েছি—তবুও রাজপথ ছাড়িনি, দলও ছাড়িনি, কারও সঙ্গে আপস করিনি। চাইলে গত ১৭ বছর আরাম-আয়েশে কাটাতে পারতাম, কিন্তু দল ও নিজের সততার সঙ্গে বেঈমানি করিনি।
দাউদার মাহমুদ বলেন, বিএনপির ‘গ্রীন সিগন্যাল’ পাওয়ার পর সিংড়ায় আওয়ামী লীগ নেতারা এখন ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট দিচ্ছে। উপজেলা আওয়ামী লীগ অফিসের তালাও খুলেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ যার হাতে তুলে দেওয়া হবে, তা ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল নেছা পুতুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা মহিলা দলের নেত্রী রোজিনা আক্তার শিল্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব এম. এ. মালেকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/মাইনুল