পতিত স্বৈরাচারের সীমাহীন স্বেচ্ছাচারিতায় গত তিনটি নির্বাচনে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। ভোটের নামে হয়েছে ছেলেখেলা। বঞ্চনা ছড়িয়েছে মহামারি আকারে। এর ক্ষোভ শাখাপ্রশাখায় বিস্তৃত-স্ফীত হয়ে একসময় ক্রোধে বিস্ফোরিত হয়েছে। অপরাধ-দুর্নীতি, দুরাচার-দুঃশাসন, ঘুম-খুন-অপহরণ, বৈষম্যের পৃষ্ঠপোষকতা এবং জনগণের ভোটাধিকার হরণের সীমা লঙ্ঘন করায়, ছাত্র-জনতার গণ আন্দোলনে স্বৈরসরকারের পতন ঘটেছে। জাতি এখন মুখিয়ে আছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। দীর্ঘদিন পর মূল্যবান নাগরিক অধিকার প্রয়োগের আকাক্সক্ষায়। সরকারঘোষিত ও জনগণ-প্রত্যাশা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হোক সব বিচারে ‘ইতিহাসসেরা’। দেশেবিদেশে সর্বজনগৃহীত। এ নির্বাচনই যেন হয় আগামী দিনে দেশে সব ভোটের মডেল। আশার বিষয়, এ প্রত্যাশাই দাবি আকারে তুলে ধরছে সব রাজনৈতিক দলও। সবাই চাচ্ছে অবিতর্কিত নির্বাচন। জয়ী-পরাজিত কোনো পক্ষেরই যেন একটি প্রশ্নেও প্রশাসন বা নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তোলার সুযোগ না থাকে। অভিযোগ-অনুযোগ-প্রত্যাখ্যানের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক নেতৃত্বকে। আর পূর্বাহ্নেই সবার জন্য ন্যায্যতা, সুষ্ঠুতা, নিরপেক্ষতার সমান সুযোগ পাওয়ার ক্ষেত্র নিশ্চিত করতে হবে ইসিকে। এ কথাই দৃঢ়তার সঙ্গে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বুধবার ইউএনওদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণে, তিনি তাদের প্রতি কোনোরকম চাপের কাছে নীতিস্বীকার না করে, আইনের প্রতি পূর্ণ অনুগত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, ‘কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে। আর আপনি গিয়ে হাজির হলেন এমন যেন না হয়।’ এ কঠোর উক্তি আসলে কর্মকর্তাদের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা। প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতোমধ্যে নতুন বাংলাদেশে, জনগণের স্বপ্ন-আকাক্সক্ষা সম্পর্কে ধারণাও নিশ্চয় পেয়েছেন। জাতি বিশ্বাস করে যে দেশের মেধাবী, প্রশিক্ষিত এবং রাষ্ট্রীয় ক্ষমতাপ্রাপ্ত প্রশাসকরা এমন ভূমিকাই পালন করবেন, যেন স্ফটিকস্বচ্ছ নির্বাচন হয়। সরকারের পূর্ণ সমর্থনে সত্য ও ন্যায়ে অবিচল থাকবেন তারা। রাঘাববোয়ালদেরও অনিয়ম-অপরাধের অনিবার্য পরিণতি দেখছে দেশবাসী। এ থেকে শিক্ষা নিতে হবে সবাইকে।
শিরোনাম
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু