অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে দেশের ১৮ কোটি মানুষের সমর্থনে। জুলাই গণ অভ্যুত্থানে দলমত নির্বিশেষে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তার ফসল হিসেবে। কিন্তু শুরু থেকেই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে নানা কারণে। সরকারের উপদেষ্টাদের কারও কারও নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ। প্রশাসনে দলীয় আনুগত্যের অধিকারী লোকজনের অবস্থানও রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা তৈরি করছে। এ প্রেক্ষাপটে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিতর্কিত কোনো কর্মকর্তা- বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনি দায়িত্বে ছিলেন এমন ব্যক্তিদের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছে। নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্যও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তাঁরা। বিএনপি নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সফলভাবে বাস্তবায়ন করায় সরকারকে অভিনন্দন জানান। পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় সংঘটিত অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে তা অন্তর্ঘাতমূলক কি না, সে বিষয়ে অনুসন্ধানের পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের আশ্বস্ত করে বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের রদবদল সরাসরি তাঁর তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়। নির্বাচন সামনে রেখে প্রশাসনিক রদবদল ও নিয়োগ নিয়ে প্রধান দুটি দল বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে মঙ্গলবার সরকারপ্রধানের সঙ্গে বিএনপির বৈঠকের আয়োজন করা হয়। আশা করা হচ্ছে, অন্যান্য দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নিরপেক্ষ প্রশাসনের বিষয়টি প্রাধান্য পাবে। সব পক্ষের সতর্কতায় নির্বাচনকালীন প্রশাসনে যোগ্য ও নিরপেক্ষদের স্থান দেওয়া হবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
- সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা
- জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে তরুণীদের বিক্ষোভ
- শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল
- ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
নির্বাচনি দায়িত্ব
বিতর্কিতদের দূরে রাখুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর